টাঙ্গাইলে ভুঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রোববার (৬ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুজ্জামান তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ পপি খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা জনাব ডাঃ মোহাম্মদ সোবাহান, অফিসার ইনচার্জ জনাব এ কে এম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মনিরুজ্জামান,অভিভাবক প্রতিনিধি জনাব মোঃ আব্দুল আলীম চকদার, শিক্ষক প্রতিনিধি জনাব রোকসানা আক্তার প্রমুখ
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয়, বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যাবসায় চালিয়ে যাও তোমরা একদিন সফলতা অর্জন করে মা বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে।
এরপর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।