1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশে ইসলামের পতকা উড্ডিন করার জন্য জনগণ প্রস্তুত হয়ে আছে: জামায়াত নেতা এ্যাড. মুয়াযযম হোসেন হেলাল চাঁপাইনবাবগঞ্জে পুরাতন স্টেডিয়ামটি ইট ভাটাই পরিণত হয়েছে খুলনায় ‘ই-পার্টিসিপেশন নাগরিক সংগঠনসমূহের করণীয় “শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন স্টেডিয়ামের মাঠ খুঁড়ে বাণিজ্য মেলা, ৩ মাস ধরে বন্ধ অনুশীলন-খেলাধুলা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: বাহুবলে সাংবাদিকদের মানববন্ধন মাদারগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে বরিশালের মুলাদীতে মানববন্ধন নেত্রকোণায় আন্তর্জাতিক উশু-কুংফু দিবস পালিত

ভুমি দস্যু আব্দুল করিম ও আব্দুল মজিদের আতংকে এলাকাবাসী

মোঃ ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লা উপজেলার স্থানীয় প্রভাবশালী ব্যক্তি  আব্দুল করিম ও আব্দুল মজিদ , বিএনপির , প্রভাব খাটিইয়ে শাল্লা সদরের  কবরস্থানের জায়গায় অবৈধভাবে বিশাল পানির ট্যাংকী নির্মান ও অবৈধভাবে জোর,দখল করছে  কবরস্থানের রাস্তা  । দখল হয়ে গেছে কবরস্থানে আসা যাওয়ার রাস্তা, মজিদ বাহিনীর ভয়ে কেউ মুখ খুলছে না । এই দখলদারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য  আমি ৮ আগষ্ট ২০২৫ থানায় একটি অভিযোগ দায়ের করি । গত ২০২৪ সালে  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা করা হয়, মামলা নাম্বার ৪২২/২০২৪ উক্ত আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা  জারি করেন এবং মাননীয় আদালত জমি দখল করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি প্রতিবেদন দাখিল করেন আদালতে প্রতিবেদনে উল্লেখ করে, আব্দুল করিম ভোগ দখলে বিল্ডিং নির্মাণ করিতেছে। আদালতের নির্দেশ পাওয়ার পর ৭ মাস দখলদারিত্ব বন্ধ ছিল, এখন আবারো দিনরাতে কাজ করা শুরু করে । সাংবাদিক

মোঃ ফারুক, ৯ আগস্ট শনিবার , ফেইসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেন, পোস্ট করার কারনে বিভিন্ন হুমকি দেওয়া হয়, মেরে ফেলার হুমকি,, ছবি ইডিট করে বিভিন্ন ছবি দিয়ে হুমকি, দিয়ে যাচ্ছে।

কবরস্থান কমিটির ফজল মিয়াকে জিজ্ঞেসা করিলে,ফজল মিয়া বলেন, আমি নিজেই ভুক্তভোগী লাঠিয়াল বাহিনী আব্দুল মজিদ বিএনপির প্রভাব দেখিয়ে আমার অনেক ধানের জমি নষ্টকরে ফেলে ,গত বৈশাখ মাসে আমার ধান কেটে নিয়ে যায় বিভিন্ন হুমকির মুখে আমি।

কবরস্থানের জায়গায় বাধা দিলে আমার অনেক কয় ক্ষতি করে ফেলবে।

প্রবিন মুরুব্বী সাবেক মহিলা মেম্বার সাইদা বেগম বলেন আব্দুল মজিদ বাহিনী আমার ৪ খের জমি দখল করে নিয়েছে। আমি মামলা করে ও উদ্দার করতে পারলাম না । তাই আমি স্থানীয় এলাকাবাসী ও আইনশৃংখলা  ,বাহিনীসহ উপজেলা প্রশাসনের সঠিক সহযোগিতা কামনা করছি  ।।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com