কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। সুদ মুক্ত ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে মঙ্গলবার ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের পাগলারহাট বাজারে ইসলামী ব্যাংকের এই আউটলেট উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র রংপুর জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মতিউর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী শাখা প্রধান ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আকরামুল ইসলাম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন খবিরুল ইসলাম পলিন। ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন ও বিশিষ্ট ইসলামী বক্তা প্রভাষক রুহুল আমীন হামিদী বিশেষ অতিথি ছিলেন।
বক্তারা এসময় সুদ মুক্ত ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।