কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বাগভান্ডার বিওপি’র লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি ক্যাম্পের আয়োজনে জনসচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বাগভাণ্ডার বিওপির দায়িত্বপুর্ণ এলাকা বাগভান্ডার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাগভান্ডার বিজিবির কোম্পানী কমান্ডার নরেশ চন্দ্রের নেতৃত্বে জনসচেতনতামুলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এ সময় বাগভাণ্ডার বিজিবি ক্যাম্পের হাবিলদার জয়নাল আবেদীন, বাগভাণ্ডার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর জমির, রাজু মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত হত্যা, মাদক চোরাচালান প্রতিরোধ, মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ না রাখার বিষয়ে সচেতন করা হয়। অবৈধভাবে গরু পার করা, নারী শিশু পাচার, সীমান্ত অতিক্রমে আইন ভঙ্গ না করতে জনগণকে সতর্ক করা হয় এবং সন্দেহভাজন কাউকে দেখলে নিকটস্থ বিওপি-কে অবহিত করার আহ্বান জানানো হয়। বিজিবি জানান, এ সমস্ত অপরাধের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে