বগুড়া গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ভূমি অফিসের নতুন ভবনটি কদমতলী ও বুরুজ বাজারে নেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ৭ জুলাই সোমবার ১,২,৩,৪,৮ ও ৯ নং ওয়ার্ড বাসীর আয়োজনে অদ্য ৭ জুলাই ২০২৫ সোমবার সকাল ১০ ঘটিকায় নেপালতলি বাসস্ট্যান্ডে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ মুন্নু মিয়া,সাহীদা আক্তার লাকি, শফিকুল ইসলাম, বাদশা মিয়া, আব্দুল ওয়াদুদ, আরিফুল ইসলাম, ও সাবানা বেগম, সাবেক প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, জানিউল ইসলাম বাবু, শরিফুল ইসলাম মুকুল, উপজেলা শ্রমিকদলের সভাসভাপতি আলম আকন্দ, শ্রমিক নেতা , মামুন আকন্দ, ছাত্রনেতা বুলবুল মিয়া, ওয়ারেঞ্জ , সালাম প্রমৃখ। মানব বন্ধন শেষে এলাকাবাসী গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বরাবরে একটি স্মারকলিপি জমা দেন।