কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা এক বিশাল গণ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার আসরের নামাজের পর ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে কয়েক হাজার লোক গণমিছিলে যোগ দেয়।
উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী মিজানুর রহমানের সঞ্চালনায় মিছিল পরবর্তী বিশাল সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাবেক কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান স্বপন সরকার, কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক আনোয়ার হোসেন, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি তাইফুর রহমান মানিক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আবু হেনা মাসুম, ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।