কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকায় গত ২৮ ফেব্রুয়ারি মারধরের ঘটনার মামলায় ৩ জনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। শনিবার (০১ মার্চ) সন্ধ্যা অনুমানিক ০৭.৪৫ মিনিটে ভূরুঙ্গামারী থানার তদন্ত অফিসার এসআই জাকারিয়া ও কুড়িগ্রাম সদর থানার সহযোগীতায়, কুড়িগ্রাম সদর সিংহ মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উল্লেখিত এজাহারে ১নং আসামী বাগভান্ডার এলাকার মৃত মারফত আলীর ছেলে আমিনুর রহমান, একই এলাকার ৩নং আসামী মোঃ আমিনির রহমানের ছেলে রায়হান বাবু, ও ফুলবাড়ী উপজেলার সুজনের কুটি এলাকার ৫ নং আসামী মোঃ নুরুল ইসলামের ছেলে রায়হান বাবু।