জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় অভিযুক্ত মামলায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিবকে জয়মনিহাট থেকে গ্রেপ্তার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) উপজেলার জয়মনিহাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে । গ্রেপ্তার হওয়া আরিফুজ্জামান রনি (৩৫) উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ছিলেন।
ভূরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজু করা মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।