1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে অনলাইন জিডি সেবা চালু: থানায় দালাল ও হয়রানির যুগের অবসান চুয়াডাঙ্গার ৫ থানায় অনলাইন জিডির কার্যক্রম উদ্বোধন কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন জলঢাকা পৌরসভার লটারির মাধ্যমে ও এস এম এর ডিলার নির্বাচিত শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক দিনব্যাপী বিপনেট এর কর্মশালা অনুষ্ঠিত দিরাই বি এন পির ৯ নেতার অব্যাহতি প্রত্যাহার কাঠালিয়া চেচরীরামপুর ইউনিয়নে বিএনপির বিহ্মোভ মিছিল মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার ২০ লাখ টাকার জালিয়াতি শিক্ষক রশিদুল গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে বেপরোয়া আওয়ামীলীগের দোসর শহীদ! ১৮ জুলাই ঘোষিত ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মারকলিপি পেশ

ভূরুঙ্গামারীতে সদ্য যোগদানকৃত ইউএনও ‘র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ গোলাম মোস্তফা
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্রর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সাথে তার মতবিনিময় সভায় উপজেলার প্রায় সকল গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। তাঁরা নবাগত  উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশার কথা জানতে চান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। প্রশাসনের স্বচ্ছতা, গতিশীলতা ও জনবান্ধবতা বজায় রাখতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দরজা গণমাধ্যমকর্মীদের জন্য সব সময় খোলা থাকবে। আমি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “দুর্নীতি, অনিয়ম কিংবা যেকোনো সমস্যার দ্রুত ও সঠিক তথ্য প্রদান প্রশাসনকে আরও কার্যকর করতে সহায়তা করবে। আমরা চাই একটি জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক প্রশাসন গড়ে তুলতে, যেখানে জনগণের স্বার্থই অগ্রাধিকার পাবে।”
আলোচনার এক পর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
সভাটি ছিল আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যাক্ত করেন, এই মতবিনিময় সভা আগামীর একটি কার্যকর ও ফলপ্রসূ প্রশাসনিক-গণমাধ্যমিক সম্পর্কের ভিত্তি রচনা করবে।
সংবাদকর্মীদের কাছে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন উপজেলা নির্বাহী অফিসার। পরে পরিকল্পনা তৈরি করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com