1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মাংস বিক্রেতা ডাবলু গ্রেফতার ঝিনাইগাতীতে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেপ্তার ১ ভুঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাহুবলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন বগুড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পরিবারের পাশে – সাবেক এমপি লালু ট্রেনে নারী যাত্রীকে উত্ত্যক্ত প্রতিবাদ করায় ৪ ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত ঈদে ফিরতি যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত ভাড়া ও গতিসীমা প্রতিরোধ নওগাঁর মান্দায় ২শ বছরের কালি মন্দির পুনরায় উদ্বোধন কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলার পুরস্কার বিতরণ কেন আড়ালে থাকো -মহসিন আলম মুহিন

ভেদরগঞ্জের সখিপুরে সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা’র প্রতিবাদে মানববন্ধন

আতিকুর রহমান :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ভেদরগঞ্জে  বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার,  পিতা, মৃত, আব্দুল জলিল শিকদারের দায়েরকৃত মিথ্যা মামলার হয়রানি থেকে
মুক্তির দাবি ও এলাকার নিরীহ লোক আকবর শিকদার কে  জেল হাজত থেকে মুক্তির দাবিতে  বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
এ সময় মানববন্ধনে অংশ গ্রহণ কারীরা গণমাধ্যমকে জানান,  দীর্ঘদিন যাবৎ এনামুল হক শামীমের ছত্র ছায়ায় থেকে, মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ  শিকদার, তার ছেলের আইনি ক্ষমতা অপব্যবহার করে,  আমাদের উপর অত্যাচার করে আসতেছে, কিছুদিন আগেও তার দ্বারা আমি অনেক নির্যাতিত হয়েছি , আজ জাহাঙ্গীর হোসেন সহকারী পরিচালক এন এস আই, সাখাওয়াত হোসেন শিহাব কমান্ডার আনসার, এদের ক্ষমতার বলে, এলাকার নিরীহ লোক, আকবর সিকদার কে, মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে জেল হাজতে দিয়ে দিয়েছে, আমরা তার অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি,
প্রকৃত আসামীদের কে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি  তার সাথে এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই।
এ সয়ম  মিথ্যা মামলার শিকার আকবর শিকদারের মেয়ে মিতু আক্তার মানববন্ধনে উপস্থিত থেকে গণমাধ্যম কে জানান, আমাদের জায়গা জমি, জোরপূর্বক দখল করে আসছে, এন এস আই জাহাঙ্গীর ও আনসার কমান্ডার সাখাওয়াত হোসেন শিহাব।  তার আইনের ক্ষমতা  অপব্যবহার করে, দীর্ঘ দিন যাবত আমাদের জায়গা জমি দখল করে রেখেছেন, আমরা সেই জমি ফেরত চাইলে, ঈদের দিন তারা পরিকল্পিত ভাবে আমার বাবার উপর হামলা করে, এবং আমার বোনের উপর হামলা করে, আমরা মার খেয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, আবার আমাদের কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে, আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে  জেল হাজতে দিয়ে দিয়েছে,  আমরা আমার বাবার নিঃশর্ত মুক্তি চাই এবং আমরা  আজকে এলাকাবাসী সহ মানববন্ধন করেছি, আমার বাবার মুক্তি চাই এবং এই মিথ্যা মামলার প্রত্যহার চাই।
এ সময় স্থানীয় যুবক জানান,  ২৪ শের স্বাধীনতা কই,
শরীয়তপুর ২ আসনের এমপি ছিলেন, এনামুল হক শামীম, তার ফুফাতো ভাই, এনএসআই জাহাঙ্গীর।
তারা ক্ষমতাকে অপব্যবহার করে এই চরভাগা ইউনিয়নবাসী কে জিম্মি করে,  অনেক নির্যাতন করেছেন।  মানুষকে মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়ে তাদের জায়গা জমি দখল করেছেন, এই এলাকার সবাই এই অপকর্মের কথা জানে, এবং এলাকার বড় ভাইকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে দিয়ে দিয়েছেন, আমরা তার মুক্তি চাই,  এবং এই এলাকার মানুষ আর যাতে করে কোন হয়রানী মুলক মিথ্যা মামলা খেয়ে হয়রানী না হয়।
আমরা এর সঠিক বিচার চাই।
এ সময় মানব বন্ধনে স্থানীয় নারী-পুরুষ উপস্থিত থেকে   অনেকে  বক্তব্য রাখেন,
তবে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদারের দায়েরকৃত মামলার এজহারে দেখা যায়, পারিবারিক জায়গা জমি মাপতে গেলে, জব্বার শিকরার বাঁধা দেন, এবং জমি মাপার ফিতা কেটে ফেলে, পরবর্তীতে পুনরায় জায়গা মাপতে আসলে গলা কাটিয়া ফেলবে বলে হুমকি  প্রদান করে ,  অদ্য ৩১/০৩/২৫ তারিখ সকালে ফজর নামাজ পড়ে নিজ বাড়ির পাশে আসলে,
জব্বার শিকদারের হুকুমে অন্যান্য আসামিগণ তার উপর হামলা করেন, হাড়ভাঙ্গা সহ মারাত্মক জখম হন,
এরপর তিনি তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলে পিছন দিয়ে তার বাড়িতে অন্যান্য আসামি গণ গিয়ে তার বাড়িতে হামলা করে, টাকা পয়সা ছাড়া স্বর্ণালংকার লুট করে এমন অভিযোগ তুলে, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার, নারী-পুরুষ ১০ জনকে   আসামী  করে একটি মামলা দায়ের করেন,  ওই মামলার পরীপ্রেক্ষিতে, বিবাদী আকবর সিকদারকে সখিপুর থানা পুলিশ গ্রেফতার করে,জেল হাজতে প্রেরন করেন।
এসময় উপস্থিত ছিলেন,  ছাত্র -ছাত্রী,  কৃষক, শ্রমিক,  গৃহিণী, শিক্ষক, ব্যবসায়ীসহ চরভাগা ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর জনসাধারণ প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, শামীমের  অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ  ওবায়েদুল হক বলেন।  মামলা হয়েছে আসামী ধরেছি, এবং তদন্ত চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com