কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় মুসলিমদের ওপর ইসরাইলি নৃশংস বর্বরোচিত গনহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে। আজ ৮ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে ভেড়ামারা সকোরি কলেজ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাব্বি শেখ, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম, ভেড়ামারা পৌর ছাত্রদলের আহবায়ক শ্রী অমিত রায়, সদস্য সচিব প্রত্যাশা করিম, ভেড়ামারা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আকাশ আলী, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম নিলয় প্রমুখ। বক্তারা বলেন, ফিলিস্তিনের হামলায় নারী, শিশু, বৃদ্ধসহ অসংখ্য লোকদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ। সকলকে ইসরায়েল এর পন্য বয়কটের অনুরোধ জানান।