সখিপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলামিন ইসলাম শিবলু :-সখিপুর উপজেলার লাস্ট সিমান্তে সালদহ নদীর ব্রিজ থেকে ভুর ৪.৩০ এর সময় মোটরসাইকেল যুগেকালমেঘা গ্রামের দুইজন যুবক জৈনা বাজার এলাকায় একটি গার্মেন্টস কারখানায় জব করেন তারা ভোর বেলায় যাবার সময় শালদহ নদীর ব্রিজের উপর যাবার পর পুলিশের কুট্টি পড়া কয়েকজন যুবক তাদের সিগন্যাল দেয় সিগন্যাল দেওয়ার পর মোটরসাইকেল গতিরোধ করে দাঁড়ায় দাঁড়ানোর পর প্রথমে তাদের দুইজনের মোবাইল ছিনিয়ে নেয় এক পর্যায়ে তাদের মধ্যে দোস্ত দোস্তি হয।এবং ছিনতাইকারীরা আল আমিনের উপর এলো পাতারি চাপাতি দিয়ে কুপিয়ে তাদের মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা পর থেকে এলাকার শ্রমজীবী মানুষের মধ্যে ভয় বিথী সংকোচ কাজ করছে।