ভোলায় প্রায় ৭ কোটি টাকার মূল্যের অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৫ জুলাই ) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জন সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন কমান্ডার হারুন আর রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার ৪ জুলাই বিকেল ৫ টায় কোস্ট গার্ড বেজ ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলাকায় ঢাকা হতে ভোলাগামী এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাবাড ভ্যান তল্লাশি করে ৭ কোটি ৮ লক্ষ ২ হাজার ৩৬০ টাকার মূল্যের ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮৮৯ পিজ আতশবাজি এবং ১৯ হসজার ৬০০ শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়।
পরবর্তীতে জব্ধকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর ভোলা এর কাছে হস্তান্তর করা হয়। অবৈধ বিদেশি সিগারেট বরিশাল কাস্টম ও আতশবাজি ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোষ গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী পরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ReplyReply allForward
|