ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় উক্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা (মূল্য প্রায় ২০,৫০০ টাকা) এবং ২৩৫ গ্রাম গাঁজা (মূল্য ৭,০০০ টাকা) উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
১. মোঃ লিটন (৪৭), গ্রাম: চরকালি ২নং ওয়ার্ড, পোস্ট: ব্যাংকের হাট, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।
২. মোঃ শামীম (২৭), গ্রাম: চরকালি ২নং ওয়ার্ড, পোস্ট: ব্যাংকের হাট, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকমুক্ত সমাজ গঠনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তথ্য প্রদানকারী ও মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম, বিএন।