1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

ভোলার চরফ্যাশনে পুষ্টি বাগান স্থাপনে তিন শতাধিক কৃষকের মাঝে উপকরণ বিতরণ

তছলিম আখন
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩ বার পড়া হয়েছে
চরফ্যাশনে অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষকের মাঝে কৃষি  উপকরণ বিতরণ করা হয়েছে । মঙ্গলবার  (২৬ নভেম্বর ) দুপুর ২টায় উপজেলা পরিষদ  চত্ত্বরে ‘ অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন,প্রকল্পের আওতায় উপজেলার  পৌরসভাসহ ২১ ইউনিয়নে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ৩৫৯ জন কৃষকের মাঝে রাসায়নিক সার, ভার্মি কম্পোস্ট,  ২১ প্রকারের সবজি বীজ , ফলের চারাগাছ,নেট, পানির ঝাড়,বীজ সংরক্ষণের পাত্র, সাইনবোর্ড বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  রোকনুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আজম ছানাউল্লাহ, উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন ব্যক্তি ও কৃষকগণ। উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে   উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  রোকনুজ্জামান বলেন , অনাবাদি পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চরফ্যাশন উপজেলার  কৃষকদের মাঝে  সরকার এ সুবিধা প্রদান করছে। এ সময় দেশের অর্থনীতিকে কৃষি নির্ভর করে গড়ে তুলতে সকলকে কাজ করার আহবান জানান তিনি । উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় জনপ্রতি ১.৫ শতক জমিতে সবজি চাষের জন্য  উপজেলার পৌরসভা ও ইউনিয়নের মোট ৩৫৯ জন কৃষককে সরকারী এ সুবিধা প্রদান করা হয়েছে।।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com