‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এই সমবায় দিবস পালন করা হয়। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এসময় এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। পরে সমবায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (০২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান। সভায় সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া অপু।এসময় বক্তারা বলেন, আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে এবারের জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। এবং সমবায়ের মাধমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিনগুলোতে সমবায় বিভাগ এগিয়ে যাবে।সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার, মনপুরা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমিমুল ইহসান জসিম, মনপুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইউসুফ মিয়া, হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, ভোলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামসুদ্দিন মোল্লা।এসময় আরও উপস্থিত ছিলেন, মনপুরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোঃ ছালা উদ্দিন, চরফৈজুদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিহাব উদ্দিন, মনপুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক সীমান্ত হেলাল, দৈনিক দেশ বুলেটিন এর প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসান, যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।