ভোলায় খেলার মাঠ দখল মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ
নোমান ফরাজী
-
প্রকাশের সময় :
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
-
৫
বার পড়া হয়েছে
ভোলায় খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় এক ঘণ্টা ধরে তারা এ কর্মসূচি চালায়।জানা যায়, বিদ্যালয়ের খেলার মাঠের সীমানায় একটি সুইমিংপুল নির্মাণ করা হচ্ছে, যা মাঠের জায়গা সংকুচিত করে ফেলেছে। এতে খেলাধুলায় বাধা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা প্রতিবাদে মাঠে নামে এবং নির্মাণাধীন ভবন ঘেরাও করে।পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের শান্ত করে সেখান থেকে সরিয়ে আনেন। তবে শিক্ষার্থীরা মাঠের আশপাশে নতুন করে বিক্ষোভ শুরু করে এবং মাঠ পুনরুদ্ধারের জোরালো দাবি জানায়।শিক্ষার্থীরা অভিযোগ করে যে, খেলার মাঠ তাদের খেলাধুলার জন্য অপরিহার্য, অথচ অবৈধভাবে স্থাপনা নির্মাণের মাধ্যমে এটি সংকুচিত করা হচ্ছে। তারা দ্রুত এসব স্থাপনা সরিয়ে মাঠ পুনরুদ্ধারের আহ্বান জানায়।বিক্ষোভ কর্মসূচিতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ বিভাগের আরো সংবাদ