ভোলার বোরহানউদ্দিন উপজেলার ধারিয়া গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তছলিমের বাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বের করে দিয়ে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে। এরপর তারা চারটি বসতঘর, একটি মুরগির খামার ও কাঠের গুদামে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত আবু তছলিম জানান, প্রতিবেশী রাসেল মাকসুদ ও তার সঙ্গীরা জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতার জের ধরে এ বর্বর ঘটনা ঘটিয়েছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, আগুনের আগে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল এবং মামলার কারণে প্রতিপক্ষরা ক্ষিপ্ত ছিল। সর্বস্ব হারিয়ে পরিবার নিয়ে এখন তিনি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।অন্যদিকে অভিযুক্ত রাসেল মাকসুদ এসব অভিযোগ অস্বীকার করে উল্টো আবু তছলিমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে কে বা কারা আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে। ফায়ার সার্ভিস আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দিয়েছে।