1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বেপরোয়া গরু চোর সিন্ডিকেট বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা মানিকগঞ্জে প্রাইমারী স্কুল শিক্ষিকার ওপর বর্বরোচিত হামলা ও গর্ভের শিশুকে হত্যার চেষ্টা বটিয়াঘাটায় চাউল বিতরণে অসঙ্গতি: তৃতীয় বারের চাউল কোথায় গেল যুবলীগ নেতা গ্রেফতার অতঃপর মুক্তি দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে ফ্যাসিস্ট সরকার: নার্গিস বেগম চুয়াডাঙ্গায় টানা দুই ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে রেলপথ ছাড়লেন অবরোধকারীরা চাদপুর জেলা পুলিশ কর্তৃক ২০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি কলাপাড়ার মহিপুরে ইয়াবা কারবারির ঘরে হানা, পুলিশের জালে সুমন

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ জন আটক ২

মোঃ আজাদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন ২নং পূর্ব ইলিশা ইউপির ৮নং গুপ্তমুন্সি ওয়ার্ডের মিলন মাঝির বাড়ীর উত্তর পার্শের পাঁকা রাস্তার উপর থেকে থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০  গ্রাম গাজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।

আটককৃতরা হলো, ০১, আলাউদ্দিন (৩০), গুপ্ত মুন্সি ৮নং ওয়ার্ড,   ০২,মোঃ হানিফ(২৫)৫ নংওয়ার্ড  এবং তারা উভয়ই  পশ্চিম ইলিশা স্থানীয় এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, অভিযানে তারা মাদক চক্রের সাথে যুক্ত ছিল, এবং আরও তথ্য সংগ্রহের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এছাড়া, ভোলা জেলায় বিভিন্ন মাদক স্বাস্হ্য ও সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে যাতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা যায়। পুলিশ অঙ্গীকার করেছে যে, তারা মাদক বিরোধী অভিযান আরও ত্বরান্বিত করবে, এবং যেকোনো ধরনের অপরাধীকে ঝালিয়ে দেবে।

ভোলা জেলা ডিবি পুলিশের এ অভিযানটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটি আশার সঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেছেন যে, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রয়াসে অঞ্চলটি মাদকমুক্ত হবে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযানে প্রত্যাশা করা হচ্ছে যে, এসব কার্যক্রমের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের মনোবল ভেঙে দেওয়া সম্ভব হবে। ভোলা জেলা ডিবি পুলিশ এই অভিযানকে একটি মডেল হিসেবে ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছে, যাতে অন্যান্য জেলা ও পুলিশ বিভাগের উদ্যোগেও এই ধরনের উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হয়।

পুলিশের এ উদ্যোগ শুধুমাত্র অভিযানের মাধ্যমে নয়, সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও নিশ্চিত করা হবে, যাতে মাদকমুক্ত সমাজ গঠনে সবাই এগিয়ে আসে।

মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রত্যেকের সচেতনতা গুরুত্বপূর্ণ, তাই পুলিশ জনগণের সহযোগিতা আশাকরি। আইন শৃঙ্খলা বজায় রাখতে ভোলা জেলা ডিবি পুলিশ দৃঢ় সংকল্পবদ্ধ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com