ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন বেপারী বাজারের দক্ষিণ পার্শে আলীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ ইলিয়াছ খন্দকারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০০ (তিনশত) অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম। ইং ২৮-০৩-২০২৫ তারিখ ১৭.১৫ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোহাম্মাদ কাজল ইসলাম সংঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন বেপারী বাজারের দক্ষিণ পার্শে আলীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ ইলিয়াছ খন্দকারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ০১। মোঃ ইউনুছ (৩৫), পিতা-মৃত আঃ খালেক, মাতা-মৃত নুরজাহান বেগম, সাং-গুপ্তমুন্সি ৮নং ওয়ার্ড, পূর্ব ইলিশা ইউপি, থানা ও জেলা-ভোলা, ২। মোঃ শাহজাহান (৫১), পিতা-মৃত আলী হোসেন হাওলাদার, মাতা-আয়াতুন্নেছা, সাং-উত্তর মাদ্রাজ ৮নং ওয়ার্ড, জিন্নানগর ইউপি, থানা-চরফ্যাশন, জেলা-ভোলাদ্বয়ের নিকট হইতে ৩০০ (তিনশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।