ভোলা জেলার চরফ্যাশন থেকে ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে একটি লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে চরফ্যাশন উপজেলা চত্বর থেকে এ কর্মসূচির সূচনা করেন এলাকাবাসী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা। কর্মসূচির লক্ষ্য—ভোলা জেলার দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ স্থাপন।
লং মার্চের মূল দাবি হলো ভোলা-বরিশাল সেতু নির্মাণ, যা বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে বলে অংশগ্রহণকারীরা মনে করেন। অন্যান্য দাবির মধ্যে রয়েছে—ভোলা-ঢাকা সরাসরি ট্রেন যোগাযোগ চালু, ভোলায় শিল্পাঞ্চল স্থাপন, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ভোলাকে বিদ্যুৎ উৎপাদন অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ।
আয়োজকরা জানান, লং মার্চের মূল উদ্দেশ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা, যাতে বহু বছর ধরে স্থবির এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হয়। তারা বলেন, “আমরা উন্নয়ন চাই, সমান সুযোগ চাই। ভোলার মানুষও দেশের অন্যান্য জেলার মতো যোগাযোগ সুবিধা ও শিল্পায়নের সুযোগ পাওয়ার অধিকার রাখে।”
চরফ্যাশন থেকে রওনা দেওয়া অংশগ্রহণকারীরা বরিশাল, মাদারীপুর, ফরিদপুর ও মানিকগঞ্জ হয়ে আগামী সপ্তাহে ঢাকার সেতু ভবনে পৌঁছাবেন। সেখানে একটি সমাবেশের মাধ্যমে তারা তাদের দাবিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।
স্থানীয় প্রশাসন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পরিচালনার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অংশগ্রহণকারীরা জানান, তারা সম্পূর্ণ অহিংস উপায়ে তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন।