সাতক্ষীরার কলারোয়ায় ট্যুর এন্ড ট্রাভেল এর দোকানে লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। (২০ নভেম্বর) দুপুরে ১টার দিকে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাতুল ইসলাম জানান, উপজেলা কলারোয়া থানা মোড়ের পাশে অবস্থিত ফ্রেন্ডস ট্যুরস এন্ড ট্রাভেলস ও কলারোয়া ট্যুরস এন্ড ট্রাভেলস কে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদের অনুমোদন না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং তাদেরকে দুই মাসের ভিতরে লাইসেন্স না করলে প্রতিষ্ঠান সিলগালা করবেন বলে জানিয়েছেন।