মংলা বন্দর পশুর নদীতে অবাধে চলছে ড্রেজিং এর কাজ এর ফলে সুন্দরবন পড়তে হুমকির মুখে এবং নদী পাড়পর গ্রামগুলো পড়ছে ভাঙ্গনের কবলে, এ ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন পরিবেশ আন্দোলন সংগঠন ওই স্থানীয় গ্রামবাসী, আন্দোলন করছে সরকারের কোন সারা পাওয়া যাচ্ছে না। তাই অবাধে চলছে নদী খননের কাজ।