রাজধানীর মগবাজারে দিনদুপুরে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। ভিডিওতে দেখা যায়, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুইজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী যুবক আবদুল্লাহ (মতিঝিলের একটি রেস্তোরাঁর কর্মী) বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী চাপাতি বের করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় আশপাশের কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরবর্তীতে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে আবদুল্লাহ ঝুঁকি নিয়ে মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপাতে থাকে। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীরা আবদুল্লাহর ১০ হাজার টাকা দামের মোবাইল ফোন, নগদ ১৪ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনার দিন তিনি কুমিল্লায় তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। প্রথমে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না এলেও, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে হাতিরঝিল থানা পুলিশ উদ্যোগী হয়ে ভুক্তভোগী আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করে এবং তাকে আইনি ব্যবস্থা নিতে উৎসাহিত করে।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানান, গতকাল রাতে ভুক্তভোগী আবদুল্লাহ তিন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ওসি রাজু আরও বলেন, “ভিডিওটি আমরাও দেখেছি। ঘটনাটি প্রায় এক সপ্তাহ আগে ঘটলেও ভুক্তভোগী প্রথমে পুলিশকে অবহিত করেননি। তবে, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা উদ্যোগী হয়ে ভিকটিমের সঙ্গে যোগাযোগ করি এবং তাকে আইনি ব্যবস্থা নিতে বলি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”