মঠবাড়িয়া উপজেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে সামাজিক ও শিক্ষামূলক কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ‘হাতেখড়ি ফাউন্ডেশন’। এই গৌরবময় অর্জনের স্বীকৃতি স্বরূপ সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানিয়েছে দেশের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী, মঠবাড়িয়া উপজেলা শাখা।
মঠবাড়িয়া উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
‘হাতেখড়ি ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, খাদ্য, চিকিৎসা ও নানামুখী মানবিক সহায়তায় কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির এই অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার তারা উপজেলায় শ্রেষ্ঠ সংগঠনের মর্যাদা অর্জন করে।
সম্মাননা গ্রহণের পর অনুভূতি জানিয়ে রুবেল মিয়া নাহিদ বলেন, “এই অর্জন শুধু আমার নয়, এটি হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিটি সদস্য ও আমাদের পাশে থাকা শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রাপ্তি। এ সম্মান আমাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।”
উদীচী শিল্পী গোষ্ঠীর নেতারা জানান, সামাজিক অগ্রযাত্রায় ‘হাতেখড়ি ফাউন্ডেশন’-এর মতো সংগঠনের অবদান অনন্য। তারা এমন মহৎ উদ্যোগের পাশে সবসময় থাকবে।