পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৌর নাগরিক সুবিধা নিশ্চিত করণ, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা ও পৌর প্রশাসক আবদুল কাইয়ূমের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে পৌর শহরের মামুন প্লাজায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ টুকুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ও পৌর প্রশাসক আবদুল কাইয়ূম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানা পরিদর্শক আবদুল হালিম।এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সহ- সভাপতি রফিকুল ইসলাম টুকু,সাবেক প্রেস ক্লাব সভাপতি আব্দুস সালাম আজাদী,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,ধর্মবিষয়ক সম্পাদক আবু সালেহ, ক্রীড়া সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
এসময় বক্তারা পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত করণ, মাদক, ভেজাল খাদ্য ও কিশোর গ্যাং নির্মূলে নানা দিক তুলে ধরে প্রধান অতিথির হস্তক্ষেপ কামনা করেন।প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ুম বলেন,মঠবাড়িয়ায় ইতোমধ্যে মোবাইল কোর্টের আওতায় মাদক, কিশোর গ্যাং প্রতিরোধে বেশ কয়েকজনকে কারাদণ্ড সহ জরিমানা করা হয়েছে। আর পৌরসভার কাজই হচ্ছে নাগরিক সুবিধা নিশ্চিত করা।তিনি গণমাধ্যম কর্মী ও সকলের সহযোগিতা চেয়ে বলেন নাগরিক সেবা ব্যাহত হলে অভিযোগ পেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং সমাজের অসংগতি দূর করা হবে।এ ছাড়া তিনি অচিরেই খাল ও যানযট মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।