টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন ১ নং কুড়ালিয়া ৯ নং ওয়ার্ড বানিয়াবাড়ী বান্দা বিটা গ্রামে দীর্ঘদিন শারীরিক অসুস্থ দুই ভাই একই দিনে দুই ভাইয়ের মৃত্যুবরণ করেন। শনিবার (২৬এপ্রিল ২০২৫) দিবাগত রাতে টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন ১ নং কুড়ালিয়া ৯ নং ওয়ার্ড বানিয়াবাড়ী বান্ধাবীটা গ্রামে মৃত মোঃ জাফর শেখ এর বড় ছেলে মোঃনাজির সেখ (নাজির উদ্দিন) ( ৭০) এবং নাজির উদ্দিনের ছোট ভাই মোহাম্মদ কাজিম উদ্দিন (৬৫) মৃত্যুবরণ করেন। মৃত দুই ভাইয়ের ছোট (আব্দুর রহিম,মোহাম্মদ হানি ও হাফিজুর ) তার ভাইরা জানান আমার বড় ভাই মোঃ নাজিম উদ্দিন (৭০) দীর্ঘদিন শ্বাসকষ্ট জনীত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার তীব্রতার কারণে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। গত কাল রাত (২৬শে এপ্রিল ) দিবাগত রাতে ৮. ৩০ মিনিটের সময় আমার বড় ভাই নাজির উদ্দীন মৃত্যুবরণ করেন। এবং আমাদের বড় ভাই মোঃনাজির উদ্দিনের ছোট মোঃ কাজিম উদ্দিন (৬৫) একই দিনে দিবাগত রাত (২৬ এপ্রিল) আনুমানিক সময় ১.১০ মিনিটে মৃত্যুবরণ করেন। তিনিও দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ভাই আব্দুর রহিম আরো জানান, মৃত নাজির উদ্দিন মৃত্যুর কালে ‘ স্ত্রী- ৩পুত্র ও ৩ মেয়ে রেখে দেন । আরেক ভাইঃ মোঃকাজিম উদ্দীন(৬৫) স্ত্রী ও ২ মেয়ে ৪ ছেলে রেখে যান। দুই ভাইয়ের একত্রে মৃত্যু পারিবারিকভাবে সুখের ছায়া নেমে আসছে। পরে জানাজার সম্পূর্ণ করে সামাজিক কবরস্থানে দাফন কার্য -সম্পন্ন করা হয়।