1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরান ঢাকার মিটফোর্ডে নৃশংস হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল মিটফোর্ডে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মোংলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ মিডফোর্ডে হত্যাকান্ড ধর্ষন হত্যা চাঁদাবাজ প্রতিবাদে বিক্ষোভ মিছিল চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন ও পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার ‎সাউদার্ন নিট ওয়্যারে শ্রমিক বিক্ষোভ: পুনর্বহাল ও পদত্যাগ দাবিতে উত্তাল কালিয়াকৈর শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলা সখিপুর থানাধীন। চর কুমারিয়া থেকে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুলাদীতে সোহাগ হত্যার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ জনগণ হিলিতে মাদক ব্যবসায়ীর বাড়িতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁ চিয়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃ’ত্যু

মনপুরায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

মোহাম্মদ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওসমান ডাক্তার এবং চর কলাতলী ইউনিয়নের রেকর্ডিয় সম্পত্তির মালিক কমিটির সাধারণ সম্পাদক সংকর মাষ্টার ৮ জুলাই মনপুরা রিপোর্টার্স ইউনিটির অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংকর মাষ্টার  বলেন, গত ৩ জুলাই  বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত ‘চাঁদা না পেয়ে কলাতলী ইউনিয়ন এর ভয়াদারদের জমি চাষ দিতে বাধা দেওয়ার অভিযোগ করে কিছু কুচক্র মহল আমার নামে এবল ওসমান ডাক্তারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায়। কিন্তু বিষয়টি হলো চর কলাতলী ১৯৯০ সালে মূল ভূখণ্ড থেকে নদীর গর্ভে বিলীন হয়। অতপর ৫/৬ বছরের মধ্যে স্বস্থলে চরটি পুনরায় জেগে ওঠে। আমরা কলাতলীর রেকডিয় মালিকগন সংঘবদ্ধ হয়ে ৫২/৯৯-২০০০ মিসকেইচ করে খাজনা দেওয়ার অনুমতি পাই এবং বাকি অংশের জন্য ২০০৩ সালে ৭/২০০৩ দেঃ মামলা করি যাহা বর্তমানে ও চলমান আছে। কলাতলী রেকডিয় মালিক গন একটি দ্বায়িত্ব শীল সমিতি কমিটির মাধ্যমে নিজেদের অর্থায়নে মামলা পরিচালনা করতে গেলে স্থানীয় বন বিভাগ একে একে ১৩ টি মামলা রজু করে। কিন্তু শেষ পর্যন্ত তারা না দাবী দিয়ে চর ছেড়ে দেয়। বর্তমানে চর কলাতলীতে ১৪৫০০ একর জমির রয়েছে এর মধ্যে ২৪৯৮ একর জমি রেকডিয় মালিকের খতিয়ান ভূক্ত যাহা কলাতলী মৌজার রেকডিয় মালিকগন ভোগ দখলের জন্য খঃভূক্ত জমি মালিকদের মধ্যে বন্টন করেন। কিন্তু পরবর্তী কালে ক্ষমতার পালা বদলের কারনে রেকডিয় মালিক কমিটির পদ পরিবর্তন হয়। এবং তৎকালীন সময়ের আলাউদ্দিন চেয়ারম্যান সভাপতি হয়ে রেকডিয় মালিকদের দখল উচ্ছেদ করে জবর দখল কারীদের কাছে বিক্রি করে। এর পর কমিটির অন্যান্য সদস্যদের সাথে তার তার বিরোধ সৃষ্টি হয়।আমাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে কিন্তু উক্ত অভিযোগ ও তদন্তের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়( কপি সংযুক্ত )অতঃপর ২০২০ ইং মার্চ মাসে আমরা সরকারি নির্দেশে থিওলাইট মেশিনের দ্বারা ডিজিটাল পদ্ধতিতে কলাতলী মৌজার সীমানা নির্ধারন করা হয়। বর্তমান বর্ষে মিস কেইচের মাধ্যমে খাজনা দেওয়া জমি বুঝ দেওয়ার জন্য আবেদন করলে সহকারী কমিশনার( ভূমি) স্থানীয় সরকার সার্ভেয়ার কে দায়িত্ব দেন।সার্ভেয়ার সীমানা নির্ধারণ সহ  সরজমিতে যাই। আমাদের উক্ত কার্যক্রম চলাকালীন সময় ভূমিদস্যু আলাউদ্দিন এর ইন্দনে জবর দখলকারী ভূমি দস্যুদের স্থানীয় প্রধান নাজু মাঝি পিং কালু চকিদার, শাহীন পিং রফিক ডালি,আরিফ পিং ওজিউল্লাহ,হুমায়ন মাঝি পিং মোস্তফা সহ তাহার দলবল নিয়ে রেকডিয় মালিকদের উপর আক্রমণ করে। এতে করে মালিক কমিটির সদস্য ওসমান গুরুতর আহত হয়।সংকর মাষ্টার কে হুমকি দমকি ও অপদস্ত  করা হয়। এই অপরাধকে ভিন্ন ধারায় প্রবাহিত করার জন্য পূর্বের ন্যায় চাঁদা বাজীর মিথ্যা অপবাদ দিয়ে ৩-৭-২০২৫ ইং তারিখে চর কলাতলীতে জবর দখল কারীদের নিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায়। তাই আমারা রেকডিয় মালিকদের পক্ষ থেকে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com