মনপুরায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের টি-টুয়েন্টি খেলার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২:০০ টায় হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। খেলায় যে দুটি দল সরাসরি মোকাবেলা করলেন। মনপুরা উপজেলা ছাত্রদল একাদশ বনাম ভূঁইয়ারহাট বি টিম একাদশ ভূইয়ারহাট বি টিম ক্রিকেট একাদশ টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহণ করেন। খেলায় মনপুরা উপজেলা ছাত্রদল একাদশ এর অধিনায়ক মো : রাজিবুর রহমান পরশ টসে হেরে মনপুরা উপজেলা ছাত্রদল একাদশের প্লেয়ার গন এবং টিম কোস, সহ- টিম কোস, টিম ম্যানেজার, এর সিদ্ধান্ত ক্রমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। উপজেলা ছাত্রদল একাদশের পেলেয়ার গন হলেন। ১। রাজিবুর রহমান (পরশ) (অধিনায়ক),২। আফছার উদ্দিন বাপ্পি(সহ-অধিনায়ক),৩। সাকিব হাওলাদার,৪। মেহেদী রুবেল,৫। আব্দুল মতিন,৬। স্বপন মিয়া,৭। সাব্বির হোসেন,৮। শুভ ফরাজি৯। মোঃ রাব্বি,১০। মোঃ আবির,১১। মোঃ ইব্রাহিম, ১২। অন্তর ফরাজী,১৩। ইবান সাগর,১৪। মেহেদীমিরাজ,১৫। মোঃ আসিফ আবানিটিম কোচসুজন মাহাবুব আহ্বায়ক মনপুরা সরকারি কলেজ ছাত্রদলসহ-টিম কোচ মোঃ আপ্পান হাওলাদার যুগ্ম-আহ্বায়ক মনপুরা সরকারি কলেজ ছাত্রদল টিম ম্যানেজার মোঃ ইকরাম কবির আহ্বায়ক মনপুরা উপজেলা ছাত্রদল। টিম উপদেষ্টামোঃ শহিদুল ইসলাম (শাহিন)সদস্য সচিব মনপুরা উপজেলা ছাত্রদলব্যাট করার সিদ্ধান্তক্রমে ১৮ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৮ রানের টার্গেট দেন প্রতিপক্ষকে। জবাবে ভূইয়ারহাট বি টিম একাদশ এর অধিনায়ক এর নেতৃত্বে ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান তুলে ২৮ রানে পরাজয় বরণ করেন ভূইয়ারহাট বি টিম একাদশ । জয়ের বিষয়ে উপজেলা ছাত্রদল একাদশের অধিনায়ক মো:রাজিবুর রহমান পরশ এবং সহ অধিনায় মোঃ আফছার উদ্দিন বাপ্পি। জানতে চাইলে তারা আমাদেরকে বলেন খেলাধুলা আনন্দের বিষয় সে খেলা যদি বিজয় লাভ করা যায় সেটা তো আরো আনন্দের বিষয়। আমাদের প্রতিটি প্লেয়ার খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আমরা আশা করি আগামী ম্যাচে আরো ভালো পারফরম দেখাতে পারব । এবং আমরা মনপুরা উপজেলা ছাত্রদল চাই স্টুডেন্ট ভাইয়েরা মাদক ছেড়ে খেলাধুলায় অংশগ্রহণ করুক মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই আমরা ।