1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রংপুর ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বগুড়ায় ধর্ষণ মামলার ১নং আসামী গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২ সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্টিত ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপা শ্রমিক ইউনিয়নের মতবিনিময় ঠাকুরগাঁও জেলায় সভা ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বরিশাল মহানগর বি এন পির প্রতিবাদ ও সংহতি সোনার বাংলা -লেখকঃ বাবুল আকতার কয়রায় পল্লী চিকিৎসক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে কুড়িগ্রামে ছাত্রশিবিরের গণ আন্দোলন ঈদগাঁওতে থানা থেকে লুন্ঠিত অস্ত্র মিলল ব্রীজের নীচে ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ী হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

মনুষ্যত্বের উন্মেষ ঘটাতে ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আন্দোলন আলোর দিশারী,বাঁচা বাড়ার মর্ম যা,ধর্ম জানিস ঠিকই তা – ট্রাস্টি দীপক কুমার পালিত।

সুমন মজুমদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত বলেছেন, কলিযুগের সমস্যা সংকুল মানবতা জর্জরিত মানুষের মনুষ্যত্বের উন্মেষ ঘটাতে পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আন্দোলন আলোর দিশারী। যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী, সদাচারের মধ্য দিয়ে বাঁচাবাড়ার অমোঘ মন্ত্র দান করতঃ চরম ও পরম মুক্তির পথ দেখাতে শ্রীশ্রী ঠাকুর ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। যুগাবতার পরমপ্রেময়য় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম আবির্ভাব বর্ষ স্মরণোৎসব উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) অগ্রগামী পরিষদ ও সৎসঙ্গ- কাশিয়াইশ শাখার আপামর ভক্তবৃন্দ আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই একথাগুলো বলেন।
উৎসব উদযাপন পরিষদ ২০২৫ এর সভাপতি বিরাজ চক্রবর্ত্তী টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী অমল দাশের সঞ্চালনায় পটিয়া উপজেলাধীন কাশিয়াইশ অগ্রগামী পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভার শুভারম্ভে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব শ্রীযুত  আশুতোষ দাশ এবং শ্রীযুত সোপান দাশ (স্বস্ত্যয়নী)। উদ্বোধক ছিলেন মুক্তিযোদ্ধা লায়ন শ্রী অসিত সেন (সভাপতি, শ্রীশ্রী নিমকালী মন্দির, বাঁশখালী, চট্টগ্রাম) ও শ্রী অনিল চন্দ্র পাল (সভাপতি, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, সীতাকুণ্ড শাখা ও নিজামপুর শাখা)। মহান আশীর্বাদক ছিলেন শ্রী রনজিত চৌধুরী (সপ্রঋ), শ্রী রতন দাশ (সপ্রঋ), শ্রী ব্রজেন্দ্র লাল শীল (সপ্রঋ), শ্রী সমীর কান্তি দে (সপ্রঋ), শ্রী নন্দন চক্রবর্ত্তী (সপ্রঋ), শ্রী অশোক তালুকদার (সপ্রঋ), শ্রী গোকুল শিকদার (সপ্রঋ), শ্রী সুমন চৌধুরী (সপ্রঋ), শ্রী পলাশ দাশ (সপ্রঋ)। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রী প্রদীপ দাশ (সভাপতি, অগ্রগামী পরিষদ, কাশিয়াইশ, পটিয়া), শ্রী কাজল তালুকদার (সহ-সভাপতি, উৎসব উদ্যাপন পরিষদ-২০২৫) ও শ্রী উত্তম চক্রবর্তী (সহ-সভাপতি, উৎসব উদযাপন পরিষদ-২০২৫)। মহান অতিথি ছিলেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব ও সমাজ অনুরাগী অ্যাডভোকেট শ্রী অনিল কান্তি দাশ, ইষ্ট নিবেদিত সমাজহিতৈাষী ও দানশীল ব্যক্তিত্ব শ্রীযুত ত্রিদীপ দাশ, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ- গোসাইলডাঙ্গা (আগ্রাবাদ) শাখার সভাপতি শ্রীযুত নির্মল দেবনাথ (লিটন), শ্রীশ্রী মা মগধেশ্বরী মাতৃমন্দির- মধ্য কাঞ্চনা (সাতকানিয়া) শাখার সাধারণ সম্পাদক শ্রী দোলন বিশ্বাস দোলন, ইষ্ট নিবেদিত ব্যক্তিত্ব ও সমাজ সেবক শ্রী নিরঞ্জন দাশ, স্বধর্ম পরিপোষক ও দানশীল ব্যক্তিত্ব শ্রীকান্ত ধর, ইষ্ট নিবেদিত ব্যক্তিত্ব ও সমাজ সেবক শ্রী নিরঞ্জন দাশ, স্বধর্ম পরিপোষক ও দানশীল ব্যক্তিত্ব শ্রীকান্ত ধর। আলোকিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-পটিয়া উপজেলার সহ-সভাপতি দিলীপ ঘোষ দিপু মেম্বার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ – পটিয়া উপজেলার সদস্য সচিব তাপস দে, পটিয়া পৌরসভার আহবায়ক বিকাশ দাশ বিষু, সদস্য শিক্ষক দীপক কান্তি শর্মা, সাগর দত্ত, কাশিয়াইশ ইউনিয়ন শাখার সভাপতি বিপ্লব  নন্দী, শ্রী বিপ্লব দাশ গুপ্ত (নির্বাহী সদস্য, পরমতীর্থধাম, হিমাইতপুর, পাবনা), শ্রী প্রদীপ দত্ত (বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব), শ্রী অরুন মল্লিক (ইষ্ট নিবেদিত ব্যক্তিত্ব ও সমাজ সেবক), শ্রী অরুন ঘোষ (ইষ্ট নিবেদিত ব্যক্তিত্ব ও সমাজসেবক)। অতিথি আলোচক ছিলেন অধ্যাপক বিদ্যুৎ কান্তি দেবনাথ (প্রভাষক, অর্থনীতি বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়), শ্রী রতন চক্রবর্ত্তী (প্রধান শিক্ষক, পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহাজারী), বিশিষ্ট ধর্মীয় আলোচক শ্রী শিবু চৌধুরী (অধ্বূর্য্য), বিশিষ্ট ধর্মীয় আলোচক।  রতন রক্ষিত (অধ্বূর্য্য)। স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদ-২০২৫ এর অর্থ সম্পাদক শ্রী রতন মুখার্জি, সহ-সাধারণ সম্পাদক শ্রী সুষ্ময় দাশ, সাংগঠনিক সম্পাদক শ্রী বিমল দাশ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক শ্রী জুয়েল খাস্তগীর, উৎসব উদ্যাপন পরিষদ-২০২৫ এর যুগ্ম-হিসাব নিরীক্ষক শ্রী কমল দাশ, সহ-হিসাব নিরীক্ষক শ্রী সজীব দত্ত ও অ্যাডভোকেট শ্রী জয় দাশগুপ্ত। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com