নরসিংদীর মনোহরদীতে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদদের স্বরণে পুষ্পার্ঘ অর্পন,জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে যথাযথ মর্যাদায় মহান বিজয় উদযাপন করা হয়েছে।
শনিবার(১৬ ই ডিসেম্বর)মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজনে দিনের প্রহরে মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণকারী শহীদদের স্বরণে মনোহরদীতে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন ও মনোহরদী সরকারী কলেজের প্যারেড মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুুষ্ঠানের শুভ সূচনা করা হয়।জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড এর মাধ্যমে সালাম গ্রহণ করেন,মনোহরদী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা,জনাব হাছিবা খান এবং মনোহরদী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা,জনাব আবুল কাশেম ভূ্ঁইয়া।এছাড়াও অনুুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জনাব গোলাম দস্তেগীর, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধান,বিভিন্ন স্কুল-কলেজের প্রধান,পুলিশ আনসার-ভিডিপি,স্কাউট,গালস্ গাইড এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।অনুুষ্ঠানের ২য় পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট দল,ভিন্ন ভিন্ন দলে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন এবং খেলাধুলাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
সবশেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুুষ্ঠিত হয়।সভায় বক্তারা,মহান মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেন এবং মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু,র সোনার বাংলা গড়ে তুলার আহ্বান জানান।পরিশেষে অতিথিবৃন্দ ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।