1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চিরিররবন্দরে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু আটক চাঁদাবাজ রিয়াদে অতিষ্ঠ এলাকাবাসী; চাঁদা না দিলেই শুরু হয়ে রিয়াদের মামলা বাণিজ্য কুড়িগ্রামে অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বগুড়া শাহজাহানপুরে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ শামিম ও লিয়ন গ্রেফতার কেন্দুয়ার নিখোঁজ সাবেক ছাত্রদল নেতার বাড়িতে বিএনপি নেতা ড.রফিকুল ইসলাম হিলালী খুলনা জেলা বিএনপি নেতা মোমরেজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: থানায় জিডি, তীব্র প্রতিবাদ শিবগঞ্জে তথ্য সংগ্রের সময় গণমাধ্যম কর্মীদের লাঞ্ছিত ও প্রতারনার চেষ্টা কুড়িগ্রামের ভুরুংগামারীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘ নিহত ২,আহত ৪ আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জোরপুর্বক তুলে নেয়ার চেষ্ট, দুটি ককটেল বিষ্ফোরণ -আহত ১০ ৯ বছরেও হয়নি সংযোগ সড়ক, ৩২ লাখ টাকার ব্রিজের সুফল বঞ্চিত মানুষ

ময়মনসিংহকে নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে হবে- ডিসি মুফিদুল আলম

আরিফ রববানী
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।” রবিবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন   ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চুরি-ডাকাতি দমন এবং জনসাধারণের নিরাপত্তা জোরদারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এসময় জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন-
জেলাকে এমনভাবে তৈরি করতে হবে যেখানে মানুষ নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এর জন্য প্রয়োজন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা, জনসাধারণের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ করা।
একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা গড়ে তোলার জন্য
তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি:সচেতনতা ও শিক্ষা:যুব সমাজের ক্ষমতায়ন:দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি:অপরাধ দমন ও প্রতিরোধসহ বিভিন্ন  বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।  যে কেউ যেন সহজে থানায় গিয়ে অভিযোগ জানাতে পারে এবং অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা নেয়া যায় সেলক্ষ্যে পুলিশের তত্ত্বাবধানে নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও আহবান জানান ডিসি মুফিদুল আলম। এসময় তিনি মাদক দ্রব্য, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ কঠোরভাবে দমন করতে হবে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর আহবান জানিয়ে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বাড়াতে  এবং শান্তি ও ঐক্য বজায় রাখার জন্য কাজ করতে হবে বলে জানান। তিনি বলেন- জনগণকে আইনি অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে এবং সমাজের বিভিন্ন স্তরে শান্তি ও নিরাপত্তা বিষয়ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করাসহ তরুণ সমাজকে গঠনমূলক কাজে উৎসাহিত করতে হবে এবং তাদের মধ্যে নেতৃত্ব ও দায়িত্ববোধের বিকাশ ঘটাতে হবে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করলে একটি জেলাকে নিরাপদ ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com