ময়মনসিংহের ভালুকা মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে তিন চাকা বিশিষ্ট বেটারি চালিত রিক্সা, অটোরিকশা, ভ্যান গাড়ি। বেশিরভাগ রিক্সা, অটোরিকশা, ভ্যান চলছে উল্টো পথে। এতে যেমন রাস্তায় যানজট বাজছে তেমনি সাধারণ মানুষের ভোগান্তীও বাড়ছে। প্রশাসনের তেমন কোন হস্তক্ষেপ নেই। অধিকাংশ চালক রয়েছে প্রশিক্ষণ হীন। তারা অনেকেই জানেন না মহাসড়কের নিয়ম কানুন। তারা কোন সিগনাল ছাড়াই মহাসড়কের এক পাশ থেকে অন্যপাশে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে যদি রিক্সা অটোরিকশা মহাসড়কে না চলতে দেওয়া হয় তাহলে দুর্ঘটনার হার অনেক কমে আসবে।