ময়মনসিংহের মুক্তাগাছায় আজ ১লা মে পালিত হলো মহান মে দিবস। দিনটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালি মুক্তাগাছা পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র, শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, মে দিবস কেবল একটি স্মরণ দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার ও মর্যাদার প্রতীক। এছাড়া, সভায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ সম্পর্কেও আলোচনা হয় এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানানো হয়।