গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা কর্তৃক গত ০৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ এবং ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ তারিখে জনস্বার্থে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে জনাব মোঃ সাইফুর রহমান মহোদয় ময়মনসিংহ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। প্রজ্ঞাপন জারির পর তিনি আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গত ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে যোগদান করেছেন। নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান জেলা প্রশাসক হিসেবে ময়মনসিংহে যোগদানের পূর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ দিনের প্রশাসনিক অভিজ্ঞতা, উন্নয়ন ভাবনা ও জনবান্ধব কর্মকৌশলের জন্য তিনি ইতোমধ্যেই সহকর্মী ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত।
যোগদান শেষে তিনি জেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নব-নিযুক্ত জেলা প্রশাসক হিসেবে তিনি উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থা গ্রহণ, সেবা প্রদান ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিকবান্ধব প্রশাসন গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ময়মনসিংহবাসীর প্রত্যাশা নব-নিযুক্ত জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে জেলার উন্নয়নচিত্র আরও সমৃদ্ধ হবে এবং জনগণের প্রতি প্রশাসনের সেবার মান আরও বৃদ্ধি পাবে।