বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫’ উদযাপন করা হয়েছে।
দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১০ডিসেম্বর)সকালে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে এই উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ভাইস-চ্যান্সেলর ও জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাও করা হয়। অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।