খুলনার পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাইকগাছা পৌরসভা যুবদলের পক্ষ থেকে মরহুম আজিবর মল্লিকের অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার গদাইপুর ইউপির চরমলই গ্রামে মৃত আজিবর মল্লিকের নিজ বাড়িতে এসে তার পরিবারের হাতে পৌরসভা যুবদলের পক্ষ থেকে এ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তম, সদস্য সচিব জি এম আনোয়ারুল ইসলাম, সিঃ যুগ্ম আহবায়ক ফয়সাল রাশেদ সনি, যুগ্ম আহবায়ক বেল্লাল মীর, ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল গাজী।
মরহুম আজিবর গত বুধবার দিবাগত রাতে পৌরসভার মাইক্রো স্ট্যান্ডে হার্ট অ্যাটাক করেন। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে যান। এদিকে আজিবর জীবনাদর্শায় সততা নিয়ে চলায় তার পারিবারিক অবস্থা খুবই অসচ্ছল। মৃত্যু কালে তিনি পরিবারের ভবিষ্যতের জন্য কিছুই রেখে যেতে পারেনি। তিনি পেশায় একজন মাইক্রো ড্রাইভার ছিলেন। তার অসহায় পরিবারের দুর্দশার কথা শুনে পৌরসভা যুবদলের নেতাকর্মীরা ছুটে এসে আজিবরের অহায় পরিবারের পাশে দাঁড়িয়ে এ নগদ অর্থ তুলে দেন। নগদ অর্থ পেয়ে আজিবরের পরিবারও পৌরসভা যুবদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।