মসজিদ আল্লাহর ঘর──মুসলমানদের তীর্থস্থান। মসজিদে মানুষ কোনো রাজনৈতিক পরিচয় বহন করেনা। মসজিদে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের দুনিয়াবি রাজনৈতিক কার্যকলাপ বড় ধরনের সংঘাতের সৃষ্টি করবে। মসজিদের ভেতরে ক্ষমতার রাজনীতির চর্চা বন্ধ করতে হবে। মুসল্লীদের ধর্মীয় আবেগকে কেন্দ্র করে সকল প্রকার অপরাজনীতি প্রতিহত করা উচিত। মসজিদের মালিকানা কোনো রাজনৈতিক দলের নয়। সমাজের মানুষ ৫/১০ টাকা করে চাঁদা তুলে মসজিদ প্রতিষ্ঠা করছে? আপনাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। তাবলীগ জামায়াত যেভাবে মসজিদকে কেন্দ্র করে ইসলামের প্রচার এবং প্রসারের লক্ষ্যে মেহনত করে যাচ্ছে সেটি অত্যন্ত চমৎকার এবং প্রশংসনীয় কাজ। কোনো প্রকার দুনিয়াবি রাজনৈতিক খায়েশ, মোহো লোভ ছাড়া ইসলামের কল্যাণে এমন কার্যকলাপ ব্যাতিত মসজিদে সকল প্রকার বিতর্কিত রাজনৈতিক কার্যকলাপ এখনি বন্ধ হওয়া উচিত।