1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ‘স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন’র সদস্য সংগ্রহ শুরু বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি কর্তৃক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন প্রতিবন্ধী শিশুদের সুবর্ণ নাগরিক কার্ডের জন্য আবেদন বরিশালে ‘আওয়ামী লীগ ভেবে’ নাগরিক কমিটির ওপর কৃষকদলের হামলা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর ছাত্রদল বিজয় র‍্যালি ও মহান বিজয় দিবস পালন বেড়ীবাধ ও কৃষি জমি রক্ষার দাবি গ্রামবাসির মনপুরায় পুলিশের উপর হামলার তিন যুবলীগ নেতা আটক বগুড়া জেলা কারাগারে ২৫ গ্রাম গাঁজাসহ গাবতলীর মাসুদ গ্রেফতার মহান বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মহান বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সুমন মজুমদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় বটতলী শহর পরিচালনা কমিটির উদ্যোগে গত ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বটতলী মোটরস্টেশনস্থ বণিক সমিতির কনফারেন্স রুমে লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাওলানা আকতারুল আলমের সঞ্চালনায় রাত ৮ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ আরিফুর রহমান। আলোচনা সভায় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রবিউল আলম খাঁন,লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ডাঃ জালাল আহমেদ, যুগ্ন আহবায়ক মাওলানা আবদুল গনি, যুগ্ন আহবায়ক শহীদুল আলম, সদস্য সচিব সরওয়ার আকতার,যুগ্ন সদস্য সচিব নাছির উদ্দিন বাবুল, যুগ্ম সদস্যসচিব মোঃ পিয়ারু, সদস্য ইফতেখারুল আজম টুটুল, তৌহিদুল ইসলাম,গিয়াস উদ্দিন,শফিক আহমদ, মোঃ ইলিয়াছ, মোস্তফা কামাল,ফারুকুল ইসলাম,আরিয়ান হাসান,আবছার উদ্দিন,,শহীদুল ইসলাম,সাইফুল ইসলামসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী বলেন,১৯৭১সালে ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বীর বাঙালী বিজয় ছিনিয়ে এনেছিল। ৫ আগস্ট ছাত্র-জনতা  আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে দ্বিতীয়বারের মত স্বাধীনতা এনে দিয়েছেন। বটতলী শহর কমিটির পাহারাদারগণকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।  বটতলী স্টেশন জনগুরুত্বপুর্ণ শহর। স্টেশনের ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারে আমাদের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি থানা পুলিশ ও কাজ করছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে,স্টেশনকে  যানজটমুক্ত করতে আমরা শহর পরিচালনা কমিটির সদস্যরা সবসময় মাঠে থেকে কাজ করে যাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ  মোঃ আরিফুর রহমান বলেন, স্টেশনকে যানজটমুক্ত ও  স্টেশনের সুন্দর পরিবেশ গড়ার প্রত্যয়ে শহর উন্নয়ন কমিটি কাজ করে যাচ্ছে।  আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সকল ব্যবসায়ীদেরকেও  সহযোগিতা করতে হবে। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বীর বাঙালী বিজয় ছিনিয়ে এনেছিল ১৬ ডিসেম্বর। এ বিজয়ের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম।  বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয়বারের মত স্বাধীনতা অর্জন করা হয়। এ স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। তিনি বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।  ওসি আরও বলেন, মাদক,ইয়াবার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধ প্রবণতা বন্ধে সকলকে সোচ্ছার হতে হবে। অপরাধীরা যত বড়ই হোক,কাউকে ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করতে হবে। এতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। রাত্রিকালীন সময় অপরাধ বন্ধে পাহারাদারদের আরো তৎপর ভুমিকা পালন করতে হবে।থানা পুলিশ সবসময় আপনাদের  পাশে আছে, থাকবে। কোন চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া যাবেনা।সঠিক তথ্য দিয়ে থানা প্রশাসনকে সহযোগিতা করতে হবে। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com