সাটুরিয়া উপজেলা চত্বরসহ প্রাণি সম্পদ কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জায়ীয় পতাকা উত্তোলণ করতে দেখা যায় নি। তারা পতাকা উত্তোলণ করতে ভূলে গেছেন। অভিযোগের ভিত্তিতে সাংবাদিকবৃন্দ ১০টা আবার ১২টায় প্রাণি সম্পদ ও বিআরডিবিসহ কয়েকটি অফিসে সরেজমিনে গিয়ে এর সত্যতা পান। এর পরে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়ন ঘুরে দেখা যায় সাটুরিয়া বাজার ব্যবসায়ীরা আসন্ন ঈদের বেচাকেনা নিয়ে ব্যস্ত, ব্যবসায়িদের প্রশ্ন করলে বলেন এখনই পতাকা উত্তোলন করবো। ইউএনও মহোদয়কে সাংবাদিকবৃন্দ অবহিত করার পর দুপুর ১২টার পর তাদেরকে জাতীয় পতাকা উত্তোলণ করতে দেখা গেছে। সব দায়িত্ব কি ইউএনও মহোদয়ের ? কয়েকজনে বলেন আগের থেকেই এ সকল অফিসে পতাকা উত্তোলন করেন না, এটা আজ নতুন নয়। এখন প্রশ্ন হচ্ছে দপ্তর প্রধানগণ জাতীয় পতাকা কে আজ কেন এ অসম্মনিত করলেন, সুশীল সমাজ ও সচেতন এলাকাবাসী এ বিষয়টি জানতে চায়।