কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে ৩টি দেশীয় তৈরি পিস্তল ও৪ রাউন্ড তাজা গুলি জব্দ করেছে বাংলাদেশ কোষ্ট গার্ড।
রবিবার গভীর রাতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি অভিযানিক দল কুতুবজোম
ইউনিয়নের বুজুরুক পাড়া এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।
তবে অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম –উল–হক।
তিনি জানান, জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে, এবং ভবিষ্যতে ও কোস্ট গার্ডের সন্ত্রাসবিরোধী অভিযান চলবে।