রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য মৃত্যু ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র সন্ন্যাসী বাজারে অবস্থিত নারী শিক্ষার এক অন্যান্য বিদ্যাপিঠ সন্র্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠাতা,সমাজসেবক,বিশিষ্ট শিক্ষাবীদ, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ আঃ হাই খান ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষকবৃন্দ-কর্মচারী ও শিক্ষার্থীরা।
মোঙ্গলবার (২২ জুলাই) অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক দোয়া অনুষ্ঠানে শোকবার্তায় প্রধান শিক্ষক জনাব মোঃ মাহবুব হোসেন শিকদার দৈনিক দেশ বুলেটিন এর মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধিকে বলেন, উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের অনেকেই নিহত এবং দেড় তাধিক আহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি। এ ঘটনায় সারা জাতি আজ শোকে মুহ্যমান। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন নিহতদের শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেইসঙ্গে শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
তিনি আরো বলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনাসহ গুরুতর দগ্ধ হয়ে যেসব শিক্ষার্থী হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের আশু সুস্থতা কামনা করছি।