সারাদেশের ন্যায় মাগুরাতেও এসএসসি ও সমমানের পরীক্ষা আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে।সেনাবাহিনী,পুলিশ সহ প্রশাসনের কঠোর নজরদারির মধ্যদিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়া হয়েছে। শালিখা উপজেলাতে এস.এস.সি ও সমমানের পরীক্ষা কেন্দ্র ছিল ৮টি। মোট পরীক্ষার্থী সংখ্যা ২২২৭ জন। সাধারণ পরীক্ষা কেন্দ্র -৪ টি।মোট পরীক্ষার্থী ১৭০৩ জন।বুনাগাতী আমজাদ আলী হাই স্কুল কেন্দ্রে ৩৪৪ জন,গঙ্গারামপুর প্রসন্নকুমার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২২০ জন,আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে ৫৫৪ জন ও সিংড়া-তিলখড়ী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৮৫ জন। মাদ্রাসা কেন্দ্র ছিল ২টি।পরীক্ষার্থী সংখ্যা ৩৮০ জন। ছয়ঘরিয়া এবিএস ফাজিল মদরাসা কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৭৮ জন ও আড়পাড়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ২০২ জন। কারিগরি শিক্ষা কেন্দ্র-২টি। পরীক্ষার্থী সংখ্যা ১৪৪ জন।আড়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র ১৭৮ জন ও গঙ্গারামপুর প্রসন্ন কুমার কারিগরি কেন্দ্রে ৬৬ জন।