এসএসসি পরীক্ষা ২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সম্মানীত জেলা প্রসাশক মো; অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: আলমগীর কবীর স্যার,সভাপতিত্ব করেন কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মুনিরুল ইসলাম মঞ্জু স্যার। কেন্দ্র সচিব,সহকারী কেন্দ্র সচিব,হল সুপার,কক্ষ পরিদর্শক শিক্ষক, কর্মকর্তা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ পরীক্ষার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন মান্যবর জেলা প্রশাসক মাগুরা মহোদয়।