মাগুরা সদর বেরোইল পলিতা বাজারে এলজিইডি তত্ত্বাবধানে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে আর সি সি রোড ও ড্রেনের কাজ চলছে। বাজারের দক্ষিণ পাশে এই রোডের কাজ শেষ হলে বাজারের ব্যবসায়ীদের খুব উপকার হবেএবং ড্রেনের কাজ শেষ হলে বাজারে আর জলাবদ্ধতা থাকবে না। বাজারের পানি ড্রেন দিয়ে নবগঞা নদীতে যেয়ে পড়বে। কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান হল মাগুরার এসএস এন্টারপ্রাইজ। জানা যায় 205 মিটার ড্রেন হবে এবং ১৯৫ মিটার আর সি সি রাস্তা হবে। গতকাল সরেজমিনে যেয়ে দেখা যায়, ট্রেনের কাজ প্রায় শেষ এবং রাস্তার কাজের আরসিসি রড দিয়ে বিছিয়ে দিয়েছে যেকোনো সময় ঢালাই হবে। ঠিকাদার বলেন ,প্রত্যেকদিন ইঞ্জিনিয়ার অফিস থেকে দায়িত্বে প্রাপ্ত এস,ও মশিউর রহমান কাজ চলা অবস্থায় কাজের সাইডে থাকেন। কাজ খুব ভালো মানের হচ্ছে। সিডিউল মোতাবেক কাজ করছি। স্থানীয় ইউপি সদস্য এবং বাজার কমিটির সদস্য মোঃ কামরুল মোল্লা বলেন, কাজ খুব ভালো মনে হচ্ছে, প্রতিনিয়ত আমরা খোঁজ খবর রাখছি।। রাস্তা এবং ড্রেন হলে বাজারের খুব উন্নতি হবে। ব্যবসায়ী এবং ক্রেতারা তাদের কেনাবেচা সহজে করতে পারবেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এই বাজারে আর পানি জমে থাকবে না।