মাগুরা শালিখার মধুখালী গ্রামের লিচু মন্ডলের বাড়ী হতে হাগড়ার বটতলা ও পিরাজের ভিটে হইতে শিমুলিয়া গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা রয়েছে। একটু বৃষ্টি হলেই হাটূ পর্যন্ত কাদা হয়। বিভিন্ন গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ রাস্তা দিয়ে গ্রামের বা আশেপাশে গ্রামের শত শত লোকজন প্রতিনিয়ত চলাচল করে। এ রাস্তার দুই পাশে রয়েছে বড় বড় মাঠ। যেখানে পাট ধান সহ বিভিন্ন প্রকার ফসল উৎপাদন হয়। বর্ষার সময় পাট আনতে কৃষকদের খুবই কষ্ট হয়। কাদার কারণে ভ্যান বা অন্য কিছুতে পাট আনতে পারে না। ফলে মাথায় করে কৃষকদের অনেক কষ্ট করে পাট বাড়িতে আনতে হয়। মাঝে মাঝে ঘোড়ার গাড়িতেও পাট টানলেও বর্তমানে প্রচুর কাদার কারণে ঘোড়াও চলতে পারে না। এছাড়া এ রোড দিয়ে মধুখালী হয়ে শিমুলিয়া ,গাবতলা ,বেরোইল পলিতা ,নোহাটা সহ দেশের বিভিন্ন জায়গা মানুষ চলাচল করে। বিভিন্ন হাটবাজারে ধান, পাট,সহ বিভিন্ন ধরনের ফসল হাঁটে কেনাবেচা করে। কিন্তু কাদা বা পানির কারণে বর্তমানে মানুষ বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে যেতে হয়। ফলে ব্যবসা-বাণিজ্য খুবই সমস্যা হয়। ইতিপূর্বে বিভিন্ন সময় এ রাস্তা পাকা হবে বলে ওয়াদা করলেও আজ পর্যন্ত কোন কাজই শুরু হয়নি। বর্তমানে মধুখালী গ্রামের পিরাজের ভিঠে একটি ছোটখাটো বাজারের মতো। ঠিক সেই জায়গায় রাস্তায় বড় বড় গর্ত হয়ে মানুষ চলাচল মোটেই করতে পারে না। অসুস্থ, বয়স্ক মানুষ তো মোটেই চলতে পারেনা। দ্রুতই পাকা করার দাবি করেন এলাকাবাসী।