মাগুরার শালিখায় ভ্যান চালককে মারধর করার প্রতিবাদে ১ ডিসেম্বর শালিখা উপজেলার আড়পাড়া কালিগন্জ সড়কের উজগ্রাম নামক স্থানে সড়ক অবরোধ করে ৩ ঘন্টা ধরে আন্দোলন করে। সকাল ১১ টার দিকে কয়েক শত ভ্যানচালক তাদের ভ্যান রাস্তায় রেখে রাস্তা অবরোধ করে। এর ফলে রাস্তায় শতশত যাত্রী রাস্তায় আটকে পড়ে। তাদের অভিযোগ আজ সকালে আড়পাড়া বাজার থেকে যাত্রি নেওয়ায় টিওরখালী গ্রামের এক ভ্যান চালককে কে আড়পাড়া গ্রামের মিজানুর কাজি নামের এক যুবক তাকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি তার সহকর্মীদের জানালে বিক্ষুব্ধ হয়ে উজ গ্রাম জড়ো হয়ে আন্দোলন করে। এ খবর শালিখা থানা অফিসার ইনচার্জ জনাব অলি মিয়া অবগত হলে সেখানে ফোর্স পাঠিয়ে ভ্যান চালকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উপস্থিত এস আই হাবিবুর রহমান উভয় গ্রুপের মধ্যে আলো করার আশ্বাস দেন।
বিকাল ৫টায় ভ্যান চালকদের পক্ষ থেকে শালিখা থানা অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।