মাগুরার শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল এর মনোনয়নের দাবীতে বিশাল জনসভা সোমবার শালিখার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা মিছিল সহকারে ঢাকঢোল বাজিয়ে জনসভায় আসেন।।
গিতাপাঠ ও মাল্যদান পর্বের পর অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল। তিনি বলেন আমাকে ভোট দিলে চাকরির জন্য কারো টাকা দিতে হবেনা। হিন্দু – মুসলিম, নারী-পুরুষ, বিবাহিত-বিবাহিত ভেদাভেদ থাকবেনা। এ সময় তিনি আরো বলেন বেকারদের দক্ষ জনশক্তিতে রুপান্তর করবেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাস।
এ সময় বক্তব্য রাখেন শালিখা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু,
মাগুরা সদরের বিএনপি নেতা রমেশ মন্ডল,
বরই চরা অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি
অনুপ কুমার শিকদার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতা অরুপ সাহা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মহম্মাদপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলোম বাচ্চু, শালিখা উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান শহিদ, সেচ্ছা সেবক দলের সভাপতি সোহাগ মুন্সী,ছাত্রদলের সুজায়েদ হোসেন সজীব, মাগুরা ২ আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির হিন্দু নেতাগণ।
সঞ্চালক ছিলেন বুনাগাতী পূজা উদযাপন ফ্রন্টের নেত অলিপ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের আয়োজন করেন বুনাগাতী ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও কর্মীরা।