মাগুরা নতুন বাজারে প্রতিদিন সকাল ৬.০০ টা থেকে সকাল ৮.০০ পর্যন্ত ডায়াবেটিস বাজার বসে। এ বাজারে পুরুষ লোকের চেয়ে মহিলারা বেশি যায়, তাদের মনের মত বাজার করতে পারে। মহিলারা হাট বাজারে যেতে পারেন না সে জন্য তারা মর্নিং ওয়াক সেরে এই বাজারে আসেন। এ বাজারে টাটকা শাখ সবজি পাওয়া যায়। যেমন- লাউ, মিষ্টি কুমড়া, চালকুমড়া, মরিচ, কাচা পাকা কলা, ও বিভিন্ন ধরনের শাখ পাওয়া যায়। শহর কেন্দ্রিক চাষীরা এ বাজারে আসেন। প্রচুর পরিমানে উৎপাদন থাকলেও দাম প্রচুর। খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে । তাদের দাবি এই দাম কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। এ বাজারে মাগুরা শহরের বিভিন্ন মহল্লা থেকে নারী পুরুষ বাজার করতে আসেন। তবে চাষীরা ন্যাজ্য মূল পাচ্ছেন। দাম একটু বেশি হলেও শহরের লোকেরা টাটকা শাক সবজি ও ফল মূল পাচ্ছেন। এতে করে তারা তাদের পুষ্টির চাহিদা পূরন করতে পারছেন।