প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক জাহিদ ও প্রেমিকা ফাতেমা মিলে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জনাব হারুণুর রশিদ হারুণের মাথায় চিপ স্থাপনের মাধ্যমে তার ব্যাংক একাউন্ট থেকে চেক প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে,, উল্লেখিত জনাব হারণ একজন প্রবাসী ছিলেন, সে প্রবাস থেকে দেশে এসে তার এলাকার শান্তি বাজারে একটি মার্কেট ভবন নির্মাণ করেন এবং সে বছরই তিনি৷ ইউপি সদস্য নির্বাচিত হয়। মেম্বারীর পাশাপাশি তিনি চট্রগ্রাম ও কক্সবাজারে পাইকারী শুটকি মাছের ব্যবসা করতে থাকেন। এসব কিছু দেখে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধু জাহিদ তার প্রেমিকার সহযোগিতায় এই সাইবার ক্রাইমে জড়িয়ে পড়েন। বর্তমান পরিস্থিতির ব্যাপারে তিনি জানান, আইনজীবির পরামর্শে ও শারীরিক অবস্থা বিবেচনা করে অপারেশনের মাধ্যমে ইতিমধ্যে তিনটা চিপের মধ্যে দুইটা চিপ বের করা হয়েছে । বাকী একটা চিপ প্রসঙ্গে বলেন, মামলার নিষ্পত্তির প্রেক্ষিতে বাকী চিপ বের করা হবে এবং ঢাকা সাইবার ক্রাইম আদালতে মামলা চলমান আছে।